বলিউড অভিনেত্রী অলঙ্কৃতা সাহাইয়ের বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে সাড়ে ছয় লক্ষ টাকা লুট করে নিয়েছে দুষ্কৃতিকারীরা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চণ্ডীগড়ে তার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভিনেত্রীর অভিযোগ, তার বাড়িতে মুখোশ পরে হঠাৎই হামলা করে তিন ব্যক্তি। এই তিন জন অভিনেত্রীর গলায় ছুরি ধরে প্রায় সাড়ে ৬ লাখ টাকা লুট করেছে।
এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন অলঙ্কৃতা।
অভিযোগে তিনি জানান, ডাকাতির সময় একজন তার কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেয়। আর দু’জন তার ওপর নজর রাখে। কিছুক্ষণ পর ৫০ হাজার রুপি ও এটিএম কার্ড তার হাতে ফিরিয়ে দিয়ে তারা চলে যায়।
উল্লেখ্য, বলিউডে বহুদিন ধরেই অভিনয় করছেন অলঙ্কৃতা। তবে কেরিয়ারের শুরুটা মূলত মডেলিং থেকেই। ল্যাকমে ফ্যাশন উইকের শোতে আলাদা করে নজর কেড়েছিলেন অলঙ্কৃতা। বিজ্ঞাপনেও বহুবার দেখা গেছে তাকে। ভিকি কৌশলের সঙ্গে ‘লাভ পার স্কোয়ার ফিট’ ছবিতে দেখা গিয়েছিল অলঙ্কৃতাকে। এছাড়াও, অলঙ্কৃতার ‘টিপসি’ সিরিজ বেশ জনপ্রিয় হয়।
ওআ/