ন্যাভিগেশন মেনু

গলায় হরিণ আটকে অজগরের মৃত্যু


নেত্রকোনার সীমান্ত এলাকায় কলমাকান্দার রঙছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা পাহাড়ি ছড়ার পাড়ে পাওয়া যায় আনুমানিক প্রায় ১০ ফিট লম্বা এক অজগর। বিশাল আকৃতির এই সাপটি ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসে গত বুধবার বিকেলে।

এর আগে একটি আস্ত হরিণ শাবক গিলে ফেললে সেটি ওই অজগর সাপের গলায় আটকে যায়। সেই সাথে হরিণের একটি পা সাপের মুখ থেকে বের হওয়া অবস্থায় ছড়ার পাড় দিয়ে সাপটি পাহাড় থেকে নেমে আসে বলে জানান স্থানীয়রা।  

এলাকাবাসী টের পেয়ে পাহাড়ি অজগরটিকে আটক করে ফেলে। এদিকে, পুরো হরিণটিকে হজম করতে না পেরে দুর্বল হয়ে পড়ায় সাপটি মানুষের হাতে ধরা পড়ে। স্থানীয়রা সাপটি আটক করে কিছুক্ষণ বেঁধে রাখার পরই মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্থানীয়রা সাপটিকে মাটি চাপা দিয়ে দেয়।

রংছাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহেরা খাতুন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায় বলেন,কলমাকান্দা উপজেলা ছাড়াও তিনি আরও দুটো উপজেলার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। এ সময় কলমাকান্দা উপস্থিত না থাকায় সাপটিকে স্থানীয়দের আটকে রাখতে বলেন তিনি। কিন্তু অল্পক্ষণেই সাপটি মারা যায়।

স্থানীয়রা ধারণা করছেন, ছড়ার পাড়ে ওই পাহাড়ি অঞ্চলে এমন আরও অজগরসহ বড় বড় সাপ থাকতে পারে।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ  https://www.ajkerbangladeshpost.com 


এস এস