ন্যাভিগেশন মেনু

গাজীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পাঠদানের জন্য প্রস্তুত


অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার (১২ সেপ্টেম্বর)। প্রস্তুতি হিসেবে স্ব স্ব প্রতিষ্ঠানের ধোঁয়া মোছাসহ পরিচ্ছন্নতার কাজ চলছে পুরোদমে।

এ উপলক্ষে গাজীপুর সদর ও মহানগর এলাকার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে ব্যস্ত সময় পার করছেন। সরকারি নির্দেশনা মানতে খোদ শিক্ষকরাই শ্রেণিকক্ষ পরিষ্কারের কাজ করছেন।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শামিম আহমেদ জানান, মহানগরসহ সদর উপজেলায় ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার খবরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও পাঠদানে অনুমতি পাওয়াসহ প্রায় দুইশ' কিন্ডারগার্টেন রয়েছে।সবমিলিয়ে প্রাথমিক পর্যায়ের দুই লাখ শিক্ষার্থী পাঠগ্রহণে বিদ্যালয়ে যাবে। তবে সিডিউল মোতাবেক সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করা হবে। 

সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনসার উদ্দিন জানান, উপজেলার সাত সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইতোমধ্যে বিদ্যালয়গুলো সরেজমিনে পরিদর্শন করে সার্বিক বিষয় দেখভাল করছেন।

সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মানসিস জানান, মহানগর ও সদর উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় পাঠদান কার্যক্রমের জন্য প্রায় প্রস্তুত। মহানগরসহ সদরের ৬৮টি  মাধ্যমিক বিদ্যালয়ের কমবেশি এক লাখ শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রচারণার মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বারান্দাসহ আশেপাশে পরিচ্ছন্নতার কাজ করছেন দুই দিনমজুর। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ রুস্তম আলী বললেন, 'চাপে আছি, আনন্দেও আছি। রোববার খুলছে স্কুল।' 

বিদ্যালয়ের শিক্ষকরা ইতোমধ্যে করোনা টিকার ডোজ নিয়েছেন বলে জানান।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফি উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মানতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দুরত্ব বজায় রেখে পাঠদান হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপে ইতোমধ্যে বিদ্যালয়ে থার্মোমিটার সংগ্রহ করে রাখা হয়েছে।

সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে  শিক্ষিকা শিউলী বর্মন ও নৈশপ্রহরী হাসমত আলীকে উপস্থিত দেখা যায়। তারা জানান, বিদ্যালয় ধোঁয়ামুছার কাজ শেষ। রবিবার হবে পাঠদান, শ্রেণিকক্ষ প্রস্তুত।

প্রসঙ্গত দীর্ঘ প্রায় দেড় বছর  করোনা সংক্রমণ কারণে সরকারি নির্দেশনা মোতাবেক দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশনামতেই স্বাস্থ্যবিধি মেনে তা খুলছে ১২ সেপ্টেম্বর থেকে।

এইচআর/এডিবি/