ন্যাভিগেশন মেনু

গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়


গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় মহানগরের চান্দনায় চৌরাস্তা মৎস্য ও কোনাবাড়ি মাছের আড়তে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা হতে সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ অভজান পরিচালনা করা হয়। তবে অভিযানকালে কোন নিষিদ্ধ মাছ পাওয়া যায়নি।

পরবর্তীতে মহানগর এলাকার হাড়িনাল বাজারে হাফছা খাদ্য ভান্ডারকে লাইসেন্স ব্যতীত মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব উম্মে হাবিবা ফারজানা। প্রসিকিউশন দায়ের করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন । সার্বিক সহায়তায় ছিলেন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ও আনসার সদস্যরা।

জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন বাজারে মাছের খাদ্য ভেজালমুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণে মৎস্য বিভাগ সোচ্চার রয়েছে।

এইচ আর/ এস এ/ওআ