ন্যাভিগেশন মেনু

মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের প্রতিবেদন হাইকোর্টে


সারাদেশে অভিযান চালিয়ে ৩০ কোটি ১৪ লাখ ২২ হাজার ১৮৪ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টের কাছে জমা দিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে এমন তথ্য সম্বলিত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এসব মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

সিবি/এডিবি