ন্যাভিগেশন মেনু

গাবতলীতে ৯৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১


রাজধানীর গাবতলী এলাকায় কাভার্ডভ্যান থেকে ৯৪০ বোতল ফেনসিডিলসহ রুবেল প্রামাণিক (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী এ খবর নিশ্চিত করেন।

আটক রুবেল প্রামাণিকের গ্রামের বাড়ি পাবনা জেলায়।

এএসপি মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে মাদক কারবারি রুবেলকে আটক করা হয়। তিনি একটি কাভার্ডভ্যান চালিয়ে গাবতলীর দারুস সালাম থানাধীন বড়বাগের ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তার গতিপথ রোধ করে ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করে ভেতর থেকে ৯৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, রুবেল অনেকদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত। দেশে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে কৌশলে সেগুলো কাভার্ডভ্যানের ভেতর লুকিয়ে ঢাকায় নিয়ে আসতেন। এরপর সেগুলো মাদক কারবারীদের কাছে সরবরাহ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আটক রুবেলের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এস এ/ এডিবি