ন্যাভিগেশন মেনু

গার্মেন্টস কর্মীদের সরকার ৫ হাজার কোটি টাকা দেবে: বাণিজ্যমন্ত্রী


‘রপ্তানি খাতের কর্মীদের মজুরী ও বেতন পরিশোধের জন্য সরকার ৫ হাজার কোটি টাকার যে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।’

বুধবার (০১ এপ্রিল)  সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনাভাইরাস নিয়ে এক জরুরী বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, ‘রপ্তানি খাতের কর্মীদের মজুরী ও বেতন পরিশোধের জন্য সরকার ৫ হাজার কোটি টাকার যে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, এটি অনুদান নয়। উদ্যেক্তাদের ২ শতাংশ হার সুদে ঋণ হিসেবে এই প্রণোদনা নিতে হবে। আর এই টাকা একটা সময়ের ব্যাবধানে শোধ করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘গার্মেন্টস বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। মালিক চাইলে তারা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবেন।’

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আহমদ কায়কাউস, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ /এডিবি

সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আজকের বাংলাদেশ পোস্ট