ন্যাভিগেশন মেনু

গায়ানার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রেসিডেন্ট ইরফান আলী


গায়ানার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর তাঁর দেশ অত্যন্ত গুরুত্ব দেয়। কারণ, গায়ানার উন্নয়নের বিভিন্ন পর্যায়ে চীন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ও করছে। 

তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দু’দেশের অভিন্ন স্বার্থ আছে। চীন গায়ানার গুরুত্বপূর্ণ উন্নয়ন-অংশীদার। দু’দেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ এবং দু’দেশ পরস্পরকে সম্মান করে। ভবিষ্যতে চীন ও গায়ানা দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন খাতের সহযোগিতা আরও জোরদার করবে।

প্রেসিডেন্ট ইরফান বলেন, গায়ানার বিভিন্ন উন্নয়ন-প্রকল্পে চীনা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টতা ক্রমশ বাড়ছে।  ভবিষ্যতে তাঁর দেশ চীনসহ আরও বেশি দেশের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে। বর্তমানে গায়ানা নিম্ন কার্বন উন্নয়ন-কৌশল বাস্তবায়ন করছে। চীন সবসময় এতে সহযোগিতা ও সাহায্য করছে। 

প্রেসিডেন্ট বলেন, গায়ানা ‘এক চীননীতি’ মেনে চলবে। এই নীতি শুধু চীনের জন্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদঞ্চলের সকল দেশের উচিত মৌলিক মানবাধিকার ও সহাবস্থানের নীতিকে সম্মান করে চলা। 

প্রেসিডেন্ট ইরফান আরও বলেন, জলবায়ু, জ্বালানি, খাদ্য ও অসমতা সংকটের সমাধানে চীন নেতৃত্ব দিতে পারে এবং বিশ্বের সমর্থনে নিজের ভূমিকা পালন করতে পারে। এই চার খাতে চীনের চিন্তা ও সমর্থন পেলে একটি নতুন সিস্টেম দাঁড় করিয়ে বিশ্বকে সমর্থন দেওয়া সম্ভব। এভাবে, বিশেষ করে, উন্নয়নশীল দেশগুলোর অনেক সমস্যারও সমাধান করা যাবে।  - সূত্র: সিএমজি