ন্যাভিগেশন মেনু

সিটিজেন ব্যাংকের লাইসেন্স অনুমোদন


দেশের ৬১তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে লাইসেন্সে পেলো সিটিজেন ব্যাংক।

সোমবার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ৪১০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, যেসব নীতি এবং বিধিমালা অনুসরণ করার কথা ছিলো, প্রস্তাবিত ব্যাংকটি তা করতে পারায় চুড়ান্ত অনুমোদন বা লাইসেন্স দেওয়া হয়েছে। 

সিটিজেন ব্যাংক পেতে আবেদন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। তিনি গত ১৮ এপ্রিল মারা যান। মায়ের মৃত্যু হওয়ায় ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

মা জাহানারা হকের মৃত্যুর কারণে শেয়ারহোল্ডিং বা মালিকানায় পরিবর্তনের অনুমতি চাওয়া হলে গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়। 

দুই বছরের মধ্যে পরিশোধিত মূলধন ৫শ' কোটি টাকায় উন্নীত করার শর্তে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বেঙ্গল, সিটিজেন ও পিপলস ব্যাংককে নীতিগত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। অনুমোদন পর্যায়ে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা করে।

১৯৮৩ সালে বাংলাদেশে বেসরকারি খাতের ব্যাংকের কার্যক্রম শুরু হয়। এরশাদ সরকারের মেয়াদে (১৯৮২-৯০) ৯টি ব্যাংক অনুমোদন পায়। ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের সময় নতুন ৮টি ব্যাংক অনুমোদন পায়। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে অনুমোদন পায় ১৩টি ব্যাংক। ২০০৯ থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে অনুমোদন পেলো আরও ১৪টি ব্যাংক।

এডিবি/