ন্যাভিগেশন মেনু

গুগল ডুডলে করোনার সতর্কবার্তা


অদৃশ্য ঘাতক করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিদিনই শক্তি সঞ্চয় করে ক্রমেই যেন এটি মহাপরাক্রমণশালী হয়ে উঠছে। কোন ভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর হার। দিন গড়াচ্ছে আর মৃত্যর মিছিল দীর্ঘতর হচ্ছে।

এই মিছিলে গত ২৪ ঘণ্টায় যোগ হয়েছে আরও ৫ হাজার ৯৭৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছলো ৫৩ হাজার ১৬৬ জনে।

করোনা সংক্রমণ রোধ নিয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। তাই মানুষকে ঘরে থেকে জীবন রক্ষার্থে টিপস (সতর্কবার্তা) দিয়েছে গুগল।

শুক্রবার (৩ এপ্রিল) করোনার ওপর বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল। গুগলের হোম পেজে কভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক একটি বার্তা দিচ্ছে।

ওই ডুডলের ট্যাগ লাইনে শোভা হচ্ছে ‘স্টে হোম, সেভ লাইভস’। 

করোনা ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশগুলো মানতে গুগল বলছে -

আপনি নিজেকে রক্ষা করতে এবং অন্যকে ভাইরাস ছড়িয়ে দেওয়ার প্রতিরোধ সহায়তা করতে পারেন যদি আপনি এই তিনটি কাজ করেন: 

১) বাড়িতে থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

২) নিয়মিত হাত ধোবেন ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন।

৩) অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

ওআ/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন