ন্যাভিগেশন মেনু

গুরগাঁওয়ে গরুর মাংস পাচারকারী সন্দেহে একজনকে পিটিয়ে আহত


ভারতে ফের গরুর মাংস পাচারকারী সন্দেহে সহিংসতার খবর পাওয়া গেলো। নয়ডার পর গো-রক্ষকদের তাণ্ডবে এবার চাঞ্চল্য দেশটির গুরগাঁওতে। 

গরুর মাংস পাচারকারী সন্দেহে এক ট্রাক চালককে পুলিশের সামনেই বেদম পেটালো গো-রক্ষকরা। সেই দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে দেখলেন পুলিশসহ-নাগরিকরা। পরে দেখা গেলো স্রেফ সন্দেহ। কারণ ওই ট্রাকে করে যাচ্ছিল মহিষের মাংস।

এনসিআর এলাকার অন্তর্গত গুরগাঁওর এই ঘটনা ঘটে শুক্রবার (১ আগস্ট) সকালে। শহরের অভিজাত গ্লিস্টেনিং টাওয়ারের ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা। পুলিশ জানায়, আক্রান্ত ট্রাকচালকের নাম লোকমান। যে ট্রাক ঘিরে সন্দেহ, তাকে ৮ কিলোমিটার ধাওয়া করে গ্লিস্টেনিং টাওয়ারের সামনে আটক করে গো-রক্ষকরা। তারপরেই সেই ট্রাক চালককে নামিয়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়।

অভিযোগ, 'সেই ট্রাকচালক গরুর মাংস পাচার করছিলেন।'

পরে পরীক্ষাগারে মাংসের নমুনা পরীক্ষা করে জানা গেছে, সেই মাংস মহিষের। 

এই ঘটনায় অপরিচিত আততায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রদীপ যাদব নামে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে এভাবেই দাদরিতে গো-মাংস পাচার সন্দেহে আখলাক নামে এক প্রৌঢ়কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল গো-রক্ষকদের বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, লোকমানকে স্থানীয় বাদশাহপুর গ্রামে নিয়ে আরও একবার নিগ্রহ করা হয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ট্রাক চালক লোকমান।

অভিযুক্ত ট্রাকের মালিক জানান, 'ওটা মহিষের মাংস। প্রায় পাঁচ দশক ধরে আমাদের পারিবারিক ব্যবসা।'

মোদি সরকারের প্রথম মেয়াদে দেশটিতে গো-রক্ষকদের তাণ্ডবে হৈচৈ শুরু হয়েছিল। তখন বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে এই গো-রক্ষকদের ভূমিকার নিন্দা করে বার্তা দিতে হয়েছিল। সুত্র: এনডিটিভি

এডিবি/