ন্যাভিগেশন মেনু

গুলশানে ফিলিপিনো নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


রাজধানীর গুলশানের একটি বাসায় বাথরুমের জানালায় গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত এক ফিলিপিনো নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একজনের ফোনকল পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

মৃত ওই নাগরিকের নাম - এলিনো চেনাই ইভলি (৬৫)। তিনি কক্সবাজারের মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টে কসকো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজার ছিলেন।

আনোয়ার সাত্তার জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে এক ব্যক্তি ফোন করে জানান, সেখানে টয়লেটের ছোট জানালার গ্রিলের সঙ্গে গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় এক ফিলিপিনো নাগরিকের দেহ ঝুলে আছে। তিনি বেঁচে আছেন না মারা গেছেন তারা বুঝতে পারছিলেন না। ওই নাগরিকের দেহটি দেয়ালের দিকে মুখ করে ঝুলে ছিল।

তিনি আরও জানান,গত মাসের শুরুর দিকে তিনি ফিলিপাইন যাওয়ার জন্য ঢাকায় এসে করোনা পরীক্ষা করান, কিন্তু পজিটিভ হওয়ায় ফ্লাইট রেস্ট্রিকশনের জন্য তিনি দেশে যেতে পারেননি। এরপর তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে ২০-২১ দিন চিকিৎসা নেওয়ার পর করোনা নেগেটিভ হলে চারদিন আগে গুলশানের ওই বাসাটিতে তাকে এনে হোম আইসোলেশনে রাখা হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে ফিলিপিনো নাগরিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফিলিপিনো নাগরিক আত্মহত্যা করেছেন এবং বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে তিনি মারা গেছেন।

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

সিবি/এডিবি/