NAVIGATION MENU

গুয়াতেমালায় ১৫০ জনের প্রাণহানির শঙ্কা


গুয়াতেমালায় হারিকেন ‘এতা’-র প্রভাবে ভূমিধসের ঘটনায় অন্তত ১৫০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) এ শঙ্কা প্রকাশ করেছে গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামততেই।

গিয়ামততেই জানান, ‘ভূমিধসে উত্তরাঞ্চলীয় কুইজা গ্রামটি কাদামাটির নিচে চাপা পড়েছে। ওই গ্রামে উদ্ধার কার্যক্রম শুরু করতে সেনা ইউনিট পৌঁছেছে। সেনাবাহিনীর দেয়া প্রাথমিক খবর থেকে জানা গেছে ১শ লোক সহ দেড়শো বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।’

তিনি বলেন, ‘এছাড়া মেক্সিকো সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলে অপর একটি ভূমিধসে ১০ জন মারা গেছে। মারা যাওয়া এবং নিখোঁজ সব মিলিয়ে বেসরকারি হিসেবে এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড়শো।’

এমআইআর/ওআ/এসএস