ন্যাভিগেশন মেনু

গোদাগাড়ীতে প্রাইভেটকার দুর্ঘটনায় আরও ২ জনের মৃত্যু


রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভেটকার দুর্ঘটনায় রবিবার আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবারের (২৯ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হলো।

তারা হলেন, গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া মহল্লার রমজান আলী (৪২) এবং রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী আতিয়া খাতুন পূর্ণিমা (২৩)।

রবিবার (১ মার্চ) রমজান ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান এবং গতকাল শনিবার পূর্ণিমা মারা যান।

এছাড়া নিহত অপর ছয়জন হলেন—রমজানের স্ত্রী আসিয়া বেগম (৩৫), ভাইরা মোসাব্বির হোসেন আক্কাশ (৪০), আক্কাশের স্ত্রী হোসনে আরা (৩৪), তার মেয়ে মুসফিরা খাতুন (৭), ছেলে আদিব আল হাসান (১) ও প্রাইভেটকারচালক মাহবুবুর রহমান ওরফে রাজীব (৩৫)।

এ দুর্ঘটনায় এখন শুধু রমজানের মেয়ে রাফিয়া খাতুন (৮) বেঁচে আছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তার চিকিৎসা চলছে।

নিহতের স্বজনরা জানান, রমজান পরিবার নিয়ে ঢাকায় থাকেন। শনিবার তার শ্যালক সেলিম রেজার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাতে ঢাকা থেকে পরিবার নিয়ে রাজশাহী আসেন রমজান। রাতে নগরীর মেহেরচণ্ডি এলাকায় ভাইরা মোসাব্বির হোসেনের বাসা থেকে  রমজান ও আক্কাশ তাদের স্ত্রী-সন্তান নিয়ে একটি প্রাইভেটকার ভাড়া করে মহিশালবাড়ী বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।

ওয়াই এ/এডিবি


সম্পর্কিত বিষয়: