ন্যাভিগেশন মেনু

গোদাগাড়ীতে শিশুকে ধর্ষণের পর হত্যা


রাজশাহীর গোদাগাড়ীতে সুমাইয়া খাতুন নামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ জুন) সকালে রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৯ জুন) দিবাগত রাতে এই ঘৃণ্য ঘটনাটি ঘটে।

পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১১টা পর্যন্ত সুমাইয়া বাড়িতেই টিভি দেখে। এরপর একা ঘুমাতে যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েটিকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের পালার নিচে সুমাইয়ার নিথর মরদেহ দেখতে পান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ওই শিশুর যৌনাঙ্গে রক্ত দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে রাতের যেকোন এক সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর মরদেহ খড়ের পালার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

সিবি/এডিবি/