ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন


গোপালগঞ্জে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার ৫২টি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে তারা তাদের দাবি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার প্রদর্শন করে শ্লোগান দেন।

কর্মসূচি চলাকালে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আহসান হাবিব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, মোঃ আরশ আলী, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এস এ /এডিবি