ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে এবার ১২০০ মন্ডপে দুর্গাপূজা


শারদীয় দুর্গোৎসবকে ঘিরে গোপালগঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ বছরও গোপালগঞ্জেও ১২শ মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

করোনার মধ্যেও ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা। সেই সাথে পূজামণ্ডপ তৈরি থেকে শুরু করে আনুসাঙ্গিক কাজে ব্যস্ত রয়েছেন আয়োজকরা। কাশফুল ফোটা শরতে শারদীয়া দুর্গোৎসবে ঢাকের বাজনা, উলুধ্বনি ও আরতীতে মুখরিত হবে পাড়া-মহল্লা ও গ্রাম।

এ বছর দেবী দুর্গা দোলায় চড়ে পৃথিবীতে আসবেন ও যাবেন হাতিতে চড়ে। 

এবার গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কোটালীপাড়া, কাশিয়ানী, টুঙ্গিপাড়ায় ১২শ মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোতে খড় ও কাঁদামাটি দিয়ে পরম যত্নে গড়ে উঠেছে প্রতিমা। 

এদিকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মণ্ডপ তৈরি থেকে শুরু করে আনুষাঙ্গিক কাজে ব্যস্ত রয়েছেন আয়োজকরা। এবার ঢাকা বিভাগের মধ্যে গোপালগঞ্জে সবচেয়ে বেশি শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে এবার করোনার কারণে সড়কগুলেতে আলোকসজ্জার করবে না পূজা উদযাপন পরিষদ। 

সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে যাতে হিন্দু ধর্মাবলম্বীরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি উদযাপন করতে পারেন এ বিষয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপের মধ্যেই পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে বলে জানান গোপালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিক। 

শারদীয় এ দূর্গোৎসব শুধু হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও সৃষ্টি করবে দৃঢ় সম্প্রীতির বন্ধন এমনটাই প্রতাশা সকলের।

এডিবি/