ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত


গোপালগঞ্জে করোনা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের নবাগত সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ -এ কর্মশালার সভাপতিত্ব করেন।

কর্মশালায় করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক ডা. মোঃ সাকিবুর রহমান।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহম্মেদ আলী খান, মোজাম্মেল হোসেন মুন্না, আমিনুল হাসান শাহীন, মাহাবুব হোসেন সারমাত, হুমায়ুন কবির, শেখ মোস্তফা জামান, কে এম সাইফুর রহমানসহ জেলায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, এ পর্যন্ত গোপালগঞ্জ জেলায় মোট ১৩ হাজার ৬শ ৪২ জনের করোনা (কোভিড-১৯) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সনাক্ত হয়েছে ৩ হাজার ২১ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এছাড়া তিনি করোনা প্রতিরোধে সবাইকে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং ডেঙ্গু প্রতিরোধে বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদাত্ত আহ্বান জানান।

এস এ/ওআ