NAVIGATION MENU

গোপালগঞ্জে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা


গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ সদর উপজেলা সহ পাঁচ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে সরকারের দেওয়া বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ও উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

প্রসঙ্গত, এবছর গোপালগঞ্জ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ প্রায় ১২শত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১০ লক্ষ নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যগণ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকগণ বই উৎসবে উপস্থিত ছিলেন।

ওয়াই এ / এস এস