ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে প্রতিবন্ধী জামিলকে ব্যাটারিচালিত রিকশা উপহার


গোপালগঞ্জ শহরের সংবাদপত্রের হকার বাকপ্রতিবন্ধী জামিলকে ব্যাটারিচালিত একটি রিকশা উপহার দিয়েছে মানবিক মানব সংঘ (মামাস)।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জে মামাসের পক্ষ থেকে জামিলের কাছে রিকশাটি হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জামিলের হাতে রিকশার চাবি তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। 

এ সময় উপস্থিত ছিলেন - অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, মামাসের স্বেচ্ছাসেবী মিজানুর রহমান মানিক, এম আরমান খান জয়, রেজাউল করিম, সাজেদুল ইসলাম, মো. রাকিব মোল্লা প্রমুখ।

মামাস-এর কর্ণধার নার্গিস সুলতানা বলেন, মামাস অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবানদের অর্থায়নে তারা অসহায় মানুষদের সাহায্য করেন। বাকপ্রতিবন্ধী জামিলের মতো মানুষকে একটি রিকশা উপহার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতেও মামাস'এর এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

সিবি/এডিবি/