ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মুন্সেফি আদালত ভবন সংস্করণের দাবি


গোপালগঞ্জে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পুরাতন জেলা জজ আদালত সংস্করণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন গোপালগঞ্জ বিচার বিভাগের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীরা।

শনিবার (১৭ অক্টোবর) আদালতের সেরেস্তা কক্ষের ছাদের অংশবিশেষের পলেস্তরা হঠাৎ খসে পড়ে। সাপ্তাহিক ছুটি থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ভবনের পলেস্তরা খসেপড়ার খবর পেয়ে রবিবার (১৯ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, যুগ্ম জেলা জজ, ১ম আদালত ও নেজারত শাখার ভারপ্রাপ্ত জজ, মোহাম্মদ জাকির হোসেন টিপু ভবনের ক্ষতিগ্রস্ত কামরাগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

এ বিষয়ে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের দপ্তর থেকে গত সোমবার (১৮ অক্টোবর)  ২৩০/১-১(৩)/এন.স্মারকমূলে জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত মেরামতের কার্যকরী উদ্যোগ নিতে অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরহুম পিতা শেখ লুৎফর রহমানের জীবদ্দশায় তৎকালীন গোপালগঞ্জ মুন্সেফি আদালতের নাজির/ সেরেস্তাদার হিসাবে কর্মরত থাকাকালীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময়ে তাঁর পিতার কর্মস্থলে এসেছিলেন বলে নির্ভরযোগ্য জনশ্রুতি রয়েছে।

এস এ /এডিবি