ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে বরশি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা উদ্বোধন


গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরশি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে  শহরের হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে সম্পূর্ণ বিনামূল্যে বরশি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতার ব্যতিক্রমী এ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। 

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে জলাশয়ের চারপাশে নির্মাণ করা হয়েছে একাধিক অস্থায়ী ঘাট। যেখানে বসে মৎস্য শিকারিরা বরশি দিয়ে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে মাছ ধরতে পারবেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, মৎস্য ইন্সটিটিউট ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক প্রশান্ত কুমার সরকার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এডিবি/