ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে সরস্বতী পূজা উদযাপন


গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের মতে সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের দেবী।

সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীতে ধর্মীয় নানা অনুষ্ঠান পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পূজা উপলক্ষে সরস্বতীর প্রতিমা স্থাপন, পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ করা হয়।

পূজায় স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী মায়ের চরণে শিক্ষক-শিক্ষার্থী-অভভাবকসহ প্রায় সহস্রাধিক মানুষ অঞ্জলি প্রদান করেন। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, লালমিয়া সিটি কলেজ, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদালয়, স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়সহ জেলার পাঁচ উপজেলায় পূজা অর্চনার মধ্য দিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়াও বিকেলে সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীর আয়োজনে স্থানীয় ও আমন্ত্রিত সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীত ও বাউল গান পরিবেশিত হয়েছে।

এর আগে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে যথাযথভাবে সরস্বতী পূজা উদযাপন নিশ্চিতে সকল পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।

এস আর/ এস এ /এডিবি