ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবী মহিলাদের মধ্যে অনুদানের চেক বিতরণ


মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় গোপালগঞ্জ জেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০২০-২০২১ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্বচ্ছতা'য় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলায় নিবন্ধিত সংগঠনের কর্ণধারদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান।

২০২০-২০২১ অর্থ বছরে জেলার মোট ১০৫টি সংগঠনকে আকার ভেদে ৫০ হাজার, ৪০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা করে সর্বমোট ৩২ লক্ষ ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, কাশিয়ানী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া, নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভাপতি নাসিমা আক্তার রুবেল, মাহমুদা বেগম নেলি, দিলরুবা শারমীন, খাদিজা পারভীন, নাসাইয়েদা আক্তার পাপিয়া, অনিমা সরকার, নাসিমা খানম পর্শিয়া সুলতানা সহ জেলার অন্যান্য উপজেলার স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রীগণ ।

এসআর/সিবি/ওআ