ন্যাভিগেশন মেনু

গোমস্তাপুরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই, আটক ৩


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক অটোভ্যান চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের যাতাহারা বরেন্দ্র কলেজের সামনের জমি থেকে শিহাব নামের এই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন - গোমস্তাপুর উপজেলার ছোট দাদপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল হাকিল (৩২), শিবগঞ্জ উপজেলার কর্ণখালী গ্রামের আব্দুল সালেক আলীর ছেলে সুজন আলী (২২) এবং গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের মৃত তফের আলীর ছেলে মোয়াজ্জেম আলী (৫০)।

এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, ‘নিহত ভ্যানচালক গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ধলখৈর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শিহাব আলী (১৫)। তিনি মঙ্গলবার (৩১ আগস্ট) চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে বাড়ি না ফেরায় পরিবারের লোজকন শিহাবকে খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন।‘

তিনি আরও জানান, ‘এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাকিম ও সুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান, ছিনতায়ের উদ্দেশ্যে ভ্যানটি ভাড়া করে বরন্দ্রে কলেজের সামনের আখক্ষেতে হাত-পা বেঁধে গলায় গেঞ্জি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় তারা। তাদের দেওয়া তথ্য মতে, শিহাবের মরদেহ আখক্ষেত থেকে উদ্ধার এবং মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়।‘

এমআইআর/ এডিবি