ন্যাভিগেশন মেনু

গ্রামীনফোন কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ


বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীনফোন তাদের ২ হাজার ৩০০ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

সোমবার (১৫ মার্চ) এ সিদ্ধান্ত জানায় গ্রামীনফোন।

কোম্পানিটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, ‘গ্রামীণফোন কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। করোনাভাইরাসের সতর্কতায় এই পদক্ষেপ।’

তিনি আরও জানান, ‘যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে, সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন। এ ক্ষেত্রেও যথাসম্ভব সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপর সেবা দিতে বলা হয়েছে।’

সেই সঙ্গে বাংলালিংক এবং বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ তাদের কর্মীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

সোমবার (১৬ মার্চ) নির্দেশনা জারি করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত কর্মীদের বাসা থেকে অফিস করতে বলেছে।

গত শুক্রবার (১৩ মার্চ) একই নির্দেশনা দিয়েছে ইউনিলিভার তাদের কর্মীদের।

এডিবি