ন্যাভিগেশন মেনু

গ্রাম উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী


গ্রাম যাতে উন্নয়ন হয় সেজন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের কাটানদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অর্থায়নে এ খাল খনন কাজ হবে। নদীর দু'পাড়ের বাসিন্দারা এর সুফল পাবেন। গ্রাম যাতে উন্নয়ন হয়, সেজন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

এ সময় ভ্যাকসিন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে লাখে এক জনেরও সমস্যা হয়নি। ভ্যাকসিন নিলে আমরা সবাই সুস্থ থাকবো। তাই গুজবে কান দেবেন না। সবাই ভ্যাকসিন নিবেন। আমি ও আমার পরিবার ভ্যাকসিন নিয়েছি।’

সারা মেমোরিয়াল স্কুল মাঠে খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন।

এমআইআর/এডিবি