ন্যাভিগেশন মেনু

গ্রাহকের দুইশত কোটি টাকা ফিরে পেতে মানববন্ধন

নরসিংদীতে শাহ্ সুলতান মাল্টিপারপাস কো- অপারেটিভ সমবায় সমিতির কাছে গ্রাহকের পাওনা দুইশত কোটি টাকা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভোক্তভোগী গ্রাহকরা।

শনিবার (১২ মার্চ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি করা হয়।

মানববন্ধনে গ্রাহকরা জানান, নরসিংদী জেলা সমবায় অফিস কর্তৃক নিবন্ধিত শাহ্ সুলতান এম সি এস কো-অপারেটিভ মোসাইটি  লিমিটেড’ নামে জেলা সমবায় অফিস থেকে নিবন্ধন পায়  প্রতিষ্ঠানটি।  যার নিবন্ধন নং ৯৫।  প্রতিষ্ঠানটি জেলা সদর ও বিভিন্ন উপজেলা পর্যায়ে নামি দামি মার্কেটে অফিস ভাড়া নিয়ে ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত কথা বলে গ্রাহকদের উচ্চহারে মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে অবসপ্রাপ্ত চাকুরীজীবি,প্রবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহকদের কাছ থেকে আমানতের দুইশত কোটি টাকা সংগ্রহ করে সমিতিটির পরিচালনা কমিটি আত্মগোপনে রয়েছে। তারা স্থানীয় হওয়ায় গ্রাহকরা তাদের কথা বিশ্বাস করে প্রতিষ্ঠানটিতে অর্থ জমা রাখে। জেলার প্রায় আটশতাধিক গ্রাহক তাদের আমানতের অর্থ হারিয়ে এখন নিঃস্ব প্রায়। 

মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক আজিজুল হক,বুরুজ মিয়া,রুশিয়ারা,ইকবাল হোসেন ,আলআমিন প্রমুখ। বক্তরা জানান,ওই সমিতির সকল সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করা হোক। গ্রাহকদের টাকায় কেনা জমি ও প্রতিষ্ঠান জেলা প্রশাসনের দায়িত্বে রাখা হোক।

 এ দিকে আমানতের অর্থ ফেরত পেতে  থানা, জেলা প্রশাসকসহ সমবায় অফিসে  লিখিত অভিযোগ করেছেন গ্রাহকরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে ভোক্তভোগীদের অভিযোগ। ওই সমিতির সঙ্গে জড়িতদের  দ্রুত গ্রেফতার ও  গ্রাহকদের পাওনা  টাকা ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ  কামনা করছেন গ্রাহকরা ।

 এ বিষয়ে  শাহ্ সুলতান এম সি এস লিমিটেট কো-অপারেটিভ সমিতির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে। জেলার সুশীল সমাজ মনে করছেন, মানবিক দিক বিবেচনায় সমিতির অসহায় সদস্যদের টাকা উদ্ধারে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নেওয়া  উচিত।