ন্যাভিগেশন মেনু

ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের যত্ন


অনেকে ত্বকের কালো রং নিয়ে খুবই চিন্তিত। আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের গায়ে রং দিয়ে মূল্যায়ন করা হয়। যে কারণে কালো মেয়েরা বিভিন্ন জায়গা থেকে নিজেকে গুটিয়ে রাখে।

তবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে ত্বকের রং অনেকটা উজ্বল ও ফর্সা করা সম্ভব। ঘরের একটা সহজলভ্য উপাদান তেঁতুল। প্রত্যেকের ঘরে এ উপাদানটি থেকেই থাকে।

তেঁতুলে রয়েছে নানা ধরণের পুষ্টিগুণ। তেঁতুলের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। তবে তেঁতুলের স্ক্রাব এ বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই। তেঁতুলের স্ক্রাব আমাদের দেহের রং ফর্সা করতে দারুন কাজ করে থাকে।

চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে তেঁতুলের ব্যবহার সম্পর্কে-

উপকরণ: তেঁতুলের রস, লেবুর রস, বেকিং সোডা ও ব্রাউন সুগার।

প্রণালী: প্রথমে একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো তেঁতুলের রস নিয়ে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। স্ক্রাবটি তৈরি করা হয়ে গেলে সারা শরীরে ম্যাসাজ করতে হবে কয়েক মিনিট ধরে।

ম্যাসাজ করার পর কুসুম গরম পানি দিয়ে মুছে নিন। এই পদ্ধতিটি আপনাকে টানা দুইমাস প্রতি সপ্তাহে একবার করে করতে হবে। তবে চাইলে সবসময় আপনার ত্বক ভালো এবং উজ্জ্বল রাখতে সপ্তাহে একবার করে বডি স্ক্রাব চালিয়ে যেতে পারেন।

সিবি/এডিবি