NAVIGATION MENU

ঘাটাইলে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ‌র্ষে নিহত ২


টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অটোরিকশার আরও ৫ যাত্রী।

বৃহস্প‌তিবার (১২ ন‌ভেম্বর) দুপুর দেড়টার দি‌কে গা‌রোবাজার-সাগর‌দিঘী সড়‌কের গা‌রোবাজার সংলগ্ন মুরাইদ ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিকের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন - জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ি উপ‌জেলার রুদ্রবয়ড়া গ্রা‌মের মোশারফ হো‌সেনের স্ত্রী শা‌হিনা বেগম (২২) ও একই উপ‌জেলার চর ভিন্নপুর গ্রা‌মের আব্দুর র‌শি‌দের স্ত্রী করুনা বেগম (৩০)।

ঘাটাই‌লের সাগরদিঘীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো জা‌কির হো‌সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, ‘প‌রিবারের সদস‌্যরা ভাড়া করা সিএন‌জি চালিত অটোরিকশায় গাজীপুর থে‌কে স‌রিষাবা‌ড়ির দি‌কে যাওয়ার পথে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ট্রা‌কের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষে ঘটনাস্থ‌লেই সিএন‌জি‌র যাত্রী করুনা বেগম মারা যান।  আহত ৬ জনকে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চি‌কিৎসাধীন অবস্থায় করুনা বেগ‌মের ছোট ভাই‌য়ের স্ত্রী শা‌হিনা বেগম মারা যায়।’

ওয়াই এ/এডিবি