ন্যাভিগেশন মেনু

ঘূর্ণিঝড় আম্ফান: সমুদ্রবন্দরে ৪ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত


দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড় ’আম্ফান’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগর এলাকা থেকে সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চার করে বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে আসছে।  তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৭ মে) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, ‘আগামী ৩-৪ দিনের মধ্যে ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানার সম্ভাবনা।তবে কোনদিকে আঘাত হানবে তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সমুদ্রবন্দরে এখন ৪ নম্বর স্থানীয় দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।’

এডিবি/