ন্যাভিগেশন মেনু

ঘূর্ণিঝড় ইয়াস: ওড়িশাতে ২ জনের মৃত্যু


ভারতের ওড়িশায় শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্মকর্তা সরোজ কুমার দত্ত আল জাজিরাকে বলেছেন, বুধবার (২৬ মে) সকালে ওড়িশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে গাছের নিচে চাপাপড়ে একজন মারা গেছেন।

এছাড়া রাজ্যের ময়ূরভঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।

এদিকে অন্তত ১০ লাখ ২০ হাজার মানুষকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

ভারতের আবহাওয়া বিভাগ ইয়াসকে ‘অতি মারাত্মক ঝড়’ হিসেবে অভিহিত করেছে। টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, ওড়িশার সাগর উত্তাল, প্রবল বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া বিভাগের মহাপরিচালক বলেন, ‘সকাল ৯টা নাগাদ স্থলভাগে আঘাত হানে ইয়াস। এটি তিন-চার ঘণ্টা ধরে চলবে।‘ দুপুরের মধ্যে ইয়াস ওড়িশা পার হয়ে পার্শবর্তী পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

বিজ্ঞানীরা বলছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সম্প্রতি বেশ ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড় বেশি হচ্ছে আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে উপকূলীয় অঞ্চলে।

ওয়াই এ/এডিবি/