ন্যাভিগেশন মেনু

ঘূর্ণিঝড় আম্পানের গতিবিধির আপডেট জানতে হটলাইন চালু


বাংলাদেশের দিকে ধেয়ে আসা সাইক্লোন ‘আম্পানের’ গতিবিধি ও অবস্থান নিয়ে প্রতি মুহূর্তের খবর জানাতে হটলাইন চালু করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগের আগাম বার্তা জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ১০৯০ নাম্বারে ফোন করতে হবে।

১০৯০ নম্বরে ডায়াল করে ১ ডায়াল করলে সমূদ্রগামী জেলেদের জন্য আবহাওয়া বার্তা, ২ ডায়াল করলে নদী বন্দরসমূহের জন্য সতর্ক সংকেত, ৩ ডায়াল করলে দৈনন্দিন আবহাওয়া বার্তা, ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত, ৫ ডায়াল করলে দেশের বন্যা তথা বিভিন্ন নদ-নদীর পানি হ্রাসবৃদ্ধি অবস্থা সম্পর্কিত তথ্য জানা সুযোগ করে দেয়া হয়েছে।

পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ‘আম্পান’ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূলের ৩৯০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে।

আজ বুধবার (২০ মে) সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানতে পারে উপকুলে।

ওয়াই এ/ এডিবি