ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের আড়ত ফাঁকা


চট্টগ্রামের খাতুনগঞ্জে জেলা প্রশাসন বার বার অভিযান পরিচালনা করায় আমদানিকারকরা এখন আর খাতুনগঞ্জে পেঁয়াজ পাঠান না। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ টেকনাফে বসেই বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা।’ ফলে খাতুনগঞ্জের আড়তগুলো এখন ফাঁকা হয়ে পড়েছে।

সোমবার খাতুনগঞ্জের কয়েকটি আড়তে কিছু পেঁয়াজ দেখা গেলেও সেই পেঁয়াজের মান খুব একটা ভালো না। আড়ৎগুলোতে অন্যান্য সময়ের মতো তেমন পেঁয়াজ দেখা যায়নি। অধিকাংশ আড়ৎ ফাঁকা পড়ে আছে।

খাতুনগঞ্জ স্থানীয় আড়ৎদাররা সংবাদমাধ্যমকে বলেন, খাতুনগঞ্জে পেঁয়াজ পাঠালে আমদানিকারকদের নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় আর তাই ‘কেউ ঝুঁকি নিতে চান না। আর তাই তারা মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বাইরে থেকেই  বিক্রি করে দিচ্ছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন  বলেন, ‘আমরা ব্যবসায়ীদের আড়তে আমদানি ও বিক্রির কাগজপত্র রাখার জন্যে বলেছি কিন্তু এর জন্য যদি তারা আড়তে পেঁয়াজ আনা বন্ধ করে দেন, তাহলে বিষয়টি দুঃখজনক। বিষয়টি নিয়ে প্রয়োজনে আমি পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে আরেকবার কথা বলব।’

ওয়াই এ/ওআ

আজকের বাংলাদেশপোস্টের ব্যবসা বানিজ্য সংবাদ পেতে এখানে ক্লিক করুন