ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে করোনার প্রাদূর্ভাবে শত বছরের জব্বারের বলিখেলা স্থগিত


করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ মোকাবেলায় ও দেশের বর্তমান  পরিস্থিতি বিবেচনায়  চট্টগ্রামে শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী।

রবিবার (৫ এপ্রিল) আব্দুল জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৃটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রামে আরাকান অঞ্চল থেকেও কুস্তিগিররা এসে এই খেলায় অংশ নিতেন। সূচনার ধারাবাহিকতায় এখনও প্রতিবছর বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় বলিখেলা। আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে বসে এই মেলা।

ইতিহাস পর্যালোচনায় জানা যায়, বৃটিশ শাসনের বিরুদ্ধে বাঙালি যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে আবদুল জব্বার সওদাগর কুস্তির প্রবর্তন করেছিলেন, যা চট্টগ্রাম অঞ্চলে বলিখেলা নামে পরিচিত। ১৯০৯ খ্রিস্টাব্দে বাংলা সনের ১২ বৈশাখ নিজ নামে লালদীঘির মাঠে এই বলীখেলার সূচনা করেন তিনি।

কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক এবার নববর্ষের আয়োজনও হচ্ছে না। এই প্রেক্ষাপটে আমরা বলিখেলা ও বৈশাখী মেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে করোনা ভাইরাস প্রতিরোধে ১১১ বছরের ইতিহাসে এবারই প্রথম বলিখেলা ও বৈশাখী মেলা বন্ধ রাখতে হচ্ছে।

ওয়াই এ/ এডিবি