ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা


চট্টগ্রামের আগ্রাবাদে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) রাতে মো. হাশেম খানের স্ত্রী জরিনা খাতুন বাদি হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মো. হাশেম খান হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী জরিনা খাতুন মো.সোহাগ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

এর আগে বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানাধীন সিঅ্যান্ডবি কলোনি এলাকা থেকে মামলার প্রধান আসামি মো.সোহাগকে গ্রেপ্তার করা হয়। সোহাগ আগ্রাবাদ বেপারিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

প্রসঙ্গত, ভবনের সামনে রাস্তায় আগ্রাবাদ রঙ্গীপাড়ার একদল যুবক সাউন্ড সিস্টেম বাজিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের স্ট্যান্ট শো করছিলো।  এ সময় ওই সড়ক দিয়ে মোহসিন নামে এক যুবক রিকশায় করে যেতে চাইলে বাধা দেয় কিশোররা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মো. হাশেম খান নিহত হয়। তিনি পেশায় সাউন্ডবক্সের মেকানিক ছিলেন।

ওয়াই এ/ওআ