NAVIGATION MENU

চট্টগ্রামে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫


দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফল। এবার সম্মিলিত পাসের হার ৮২ দশমিক ৮৭।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার আটজন। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এবার জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা।

রবিবার (৩১ মে) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামে গত বছর জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ৩৯৩ জন। এবার পেয়েছে ৯ হাজার আটজন। যা গত বছরের তুলনায় এক হাজার ৬১৫ জন বেশি। শুধু তাই নয়, এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

তিনি আরো জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসিতে ১৯৬টি কেন্দ্রে এক লাখ ৪৪ হাজার ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ২১ হাজার ৮৮৮ জন। সব মিলিয়ে গত বছরের চেয়ে এ বছর পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেশি।

ওআ/