ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মায়ানমারের পেঁয়াজ


চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মায়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে ৫৮ মেট্রিক টন পেঁয়াজ খালাস করা হয়েছে। 

এসব পেঁয়াজ আমদানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান কায়েল স্টোর। 

চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল সংবাদমাধ্যমকে জানান, পেঁয়াজের প্রথম চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এসব পেঁয়াজ এসেছে মিয়ানমার থেকে। এর পরপরই পাকিস্তান থেকে এসেছে আরও ১১৬ টন পেঁয়াজ। এছাড়া তুরস্ক, নেদারল্যান্ডস ও মিসর থেকেও পেঁয়াজ আমদানি প্রকৃয়াধীন আছে।

কোনো ঘোষণা ছাড়াই গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপরই দেশের বাজারে বাড়তে থাকে এ নিত্যপণ্যের দাম।

এডিবি/