ন্যাভিগেশন মেনু

‘মাস্ক না পরলে জেল’


জরিমানায় কাজ না হলে মাস্ক না পরলে জেলও হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চলতি সপ্তাহ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। মাস্ক ব্যবহারে এই সপ্তাহ থেকে সর্বোচ্চ জরিমানা করা হবে। এক্ষেত্রে আরও ৮/১০ দিন দেখা হবে। না শুনলে এরপর প্রয়োজনে জেলে পাঠানো হবে।’

উল্লেখ্য, এর আগে মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। কারণ মাস্ক না পরলে যতো কিছুই করা হোক কাজে আসবে না।

এমআইআর/এডিবি