ন্যাভিগেশন মেনু

চতুর্থবার করোনায় আক্রান্ত জুভেন্টাস তারকা দিবালা


আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা গত ছয় সপ্তাহে এ নিয়ে চতুর্থবারের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম।

সর্বপ্রথম এই জুভেন্টাস তারকার করোনা আক্রান্তের খবর আসে গত ২১ মার্চ।

সেই সময় দিবালা ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছিলেন, ‘তিনি ও তাঁর বান্ধবী ওরিয়েলা সাবাতিনি করোনায় আক্রান্ত হয়েছেন। দুজনই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।’

কিছুদিন পর দিবালার বান্ধবী ওরিয়েলা সাবাতিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তাঁরা।’

দিবালা বলেছিলেন, ‘সৌভাগ্যবশত নিজেরা সুস্থ আছেন। এখন তাদের দেহে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই।’

তিনি আরও জানান, ‘করোনায় তার নিঃশ্বাস নিতে যে কষ্ট হয়েছে সেটার কথা। নিজেদের সুস্থতার কথাও জানান তিনি। কিন্তু তখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।’

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন জুভেন্টাসের সতীর্থ ড্যানিয়েল রুগানি এবং ব্লেইজ মাতুইদির।  দিবালা তাদের সংস্পর্শে এসেছিলেন।

‘আগামী মে মাসের ১৮ তারিখ থেকে অবস্থা বিবেচনা করে চাইলে রোনালদো, দিবালা, লুকাকু, ইব্রাহিমোভিচরা নিজ নিজ ক্লাবের হয়ে অনুশীলন শুরু করতে পারবেন’ বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে।

আগামী মাসের ৪ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে যেকোনো সময়ে অনুশীলনে ফিরবে জুভেন্টাস। তবে সে অনুশীলনে দিবালা থাকবেন কিনা, তা এখনই বলা যাচ্ছে না।

ওয়াই এ/ এডিবি