ন্যাভিগেশন মেনু

চতুর্থ মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া


উত্তর কোরিয়া নতুন একটি অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক মাসের কম সময়ের মধ্যে এনিয়ে চতুর্থবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো দেশটি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নতুন এই অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল পরীক্ষার কয়েকদিন আগেই উত্তর কোরিয়া একটি হাইপারসনিক মিসাইল উদ্বোধন করেছে, যেটির পারমাণবিক অস্ত্রের সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এসব অস্ত্র পরীক্ষাগুলো 'অস্থিতিশীলতা ও অনিরাপত্তার আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে' বলে মন্তব্য করেছেন।

পিয়ংইয়ং-এর মতে, এই অস্ত্র তাদের নিজেদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অস্ত্র পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অবস্থানকে 'দ্বিমুখী আচরণ' হিসেবে মনে করছে তারা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, নতুন অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল 'যুদ্ধক্ষেত্রে অসাধারণ দক্ষতা' প্রদর্শন করবে।

আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিষয়ে কড়া নিষেধাজ্ঞার মুখে পড়লেও উত্তর কোরিয়া যে তাদের অস্ত্র তৈরি ও উন্নয়ন কার্যক্রম থামাবে না, সাম্প্রতিক অস্ত্র পরীক্ষাগুলোকে তারই ইঙ্গিত মনে করা হচ্ছে।

নতুন এই মিসাইল পরীক্ষার খবর এমন দিনে জানা গেলো, যার আগের দিন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দক্ষিণ কোরিয়ার সাথে সরাসরি যোগাযোগের হটলাইন সেবা পুনরায় চালু করার ইচ্ছা প্রকাশ করেন।

গত এক বছরের বেশি সময় ধরে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মহামারির মধ্যে নিজেদের সবচেয়ে কাছের মিত্র চীনের সাথে প্রায় সব ধরণের বাণিজ্য বন্ধ রেখেছিল তারা। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার অর্থনীতি শোচনীয় পরিস্থিতিতে রয়েছে এবং সেখানে তীব্র মাত্রায় খাদ্য সংকট চলছে। 

এর মধ্যে নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও মার্চে তারা ব্যলিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, যার ফলে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে তীব্র তিরস্কার এর মুখে পড়ে তারা।

জাতিসংঘের পরমাণু সংস্থা ওই কার্যক্রমকে 'অত্যন্ত আশঙ্কাজনক' হিসেবে আখ্যায়িত করছে।

এডিবি/