ন্যাভিগেশন মেনু

চবিতে শিক্ষকদের ক্রেস্ট উপহারের পরিবর্তে ব্লেজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ উপলক্ষে প্রতিবছরের মত এবারও ১৮ জন শিক্ষকে পুরষ্কৃত করা হয়েছে। তবে অন্যান্য বার ক্রেস্ট উপহার দেওয়া হলেও এ বছর দেওয়া হয়েছে ব্লেজার।

কলা ও মানববিদ্যা অনুষদে নবীনবরণ অনুষ্ঠানে বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকরা প্রত্যেকে পেয়েছে ৬ হাজার টাকা দামের একটি করে এই ব্লেজার। যার খরচের পুরো টাকা অনুষদের উন্নয়ন ফান্ড থেকে দেওয়া হয়েছে।

কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব হস্তান্তরের সময় ১৮ শিক্ষককে উপহার হিসেবে ব্লেজার দেওয়া হয়। আগামী ৪ মার্চ এই অনুষদের নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রতি বছর ভর্তির সময় ‘অনুষদ উন্নয়ন ফি’ হিসেবে সাড়ে তিন হাজার টাকা জমা দিতে হয় একেকজন শিক্ষার্থীকে। এরমধ্যে তিন হাজার টাকা শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে এবং পাঁচশ টাকা অনুষদের উন্নয়ন ফান্ডে রাখা হয়। অনুষদের বিভিন্ন কাজে উন্নয়ন ফি’র এ টাকা খরচ করা হয়। প্রতিবছর নবীনবরণ অনুষ্ঠানের যাবতীয় খরচ অনুষদের এ ফান্ড থেকেই বহন করা হয়।

সিবি / এস এস