ন্যাভিগেশন মেনু

চরাপুটিয়ায় ৩ হরিণ শিকারি আটক


সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় হরিণ ধরার ফাঁদ ও নৌকাসহ তিন হরিণ শিকারিকে আটক করেছেন বন বিভাগ।

সোমবার (১২ অক্টোবর) তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন চাদঁপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান।

এর আগে রবিবার গভীর রাতে বন থেকে হরিণ ধরার ফাঁদ ও নৌকাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - মফক্কর আলী শেখের ছেলে সৈয়দ শেখ (৪৫), মাহবুবু শেখের ছেলে হযরত আলী শেখ (৪৩) ও পীর আলী শেখের ছেলে ফারুক শেখ (৪০)। এদের সবার বাড়ি খুলনা জেলার দাকোপ ও বইটাঘাটার বিভিন্ন এলাকায়।

পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান, বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়।

বন বিভাগের চরাপুটিয়ার ফাঁড়ি অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বন বিভাগের সদস্যরা তাদের আটকের সময় বনের ভেতর পাতা ফাঁদ দেখতে পায়। এরপর নৌকায় তল্লাশি করে মাংস কাটার সরঞ্জামাদি জব্দ করে।

ওয়াই এ/ এডিবি