ন্যাভিগেশন মেনু

চলচ্চিত্র প্রযোজক শরীফ উদ্দিন খান দীপু আর নেই


ঢাকাই সিনেমার খ্যাতিমান প্রযোজক-চিত্রপরিচালক ও প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি শরীফ উদ্দিন খান দীপু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

দুই সপ্তাহ আগে শরীফ উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বিষয়টি উল্লেখ করে শরীফ উদ্দিন খান দীপুর ম্যানেজার বাবু বলেন, দুদিন আগে করোনামুক্ত হন তিনি। সে সুস্থ ছিলো। তবে তখনও তার ফুসফুসে সমস্যা ছিলো। আর তাই তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই আজ সকালে মারা যান।

পরিচালক ও প্রযোজক শরীফ উদ্দিন খান দিপু ঢাকায় দুটি সিনেমা হলেরও মালিক ছিলেন। তিনি ২২ টির মতো ছবি প্রযোজনা করেছেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হিরা আমার নাম, দেশ দরদী, কালপুরুষ, বাবা নাম্বার ওয়ান, আমি গুন্ডা আমি মাস্তান, অ্যাকশন জেসমিন, কোটি টাকার প্রেম।

প্রয়াত নির্মাতার পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর ধানমন্ডি ৭ নম্বরে মসজিদে শরীফ উদ্দিন খান দীপু জানাজা শেষে তাকে ধানমন্ডির একটি গোরস্তানে দাফন করা হবে।

ওয়াই এ/ওআ