ন্যাভিগেশন মেনু

চলছে ক্যান্টন ফেয়ার


১৩১তম ক্যান্টন ফেয়ারের উদ্বোধন হয়েছে সম্প্রতি। করোনা প্যানডেমিকের কারণে এ বছর মেলাটি অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।  চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ (ভূতপূর্ব ক্যান্টন) শহরে আন্তর্জাতিক এ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

এবারের ক্যান্টন মেলায় ২৫,০০০ এর বেশি অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রদর্শক তাদের সামগ্রী ১৬টি ক্যাটাগরিতে প্রদর্শন করছেন। ইলেকট্রনিক সামগ্রী, গৃহস্থালী পণ্য, যন্ত্র ও যন্ত্রাংশ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শিত হচ্ছে ৫০টি প্রদর্শনী স্থানে।

দারিদ্র্য পীড়িত অঞ্চলগুলোর পণ্য প্রদর্শণের জন্য বিশেষ স্থান রয়েছে মেলায় যেন গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণে চীনের উন্নয়নটা বোঝা যায়।

মেলায় ২.৯ মিলিয়ন পণ্য প্রদর্শিত হচ্ছে যার মধ্যে রয়েছে ৯০০,০০০ নতুন পণ্য। ৪৮০,০০০ এর বেশি পরিবেশবান্ধব এবং নিম্ন কার্বন সবুজ পণ্য প্রদর্শিত হচ্ছে। 

উদ্বোধনের দিন সকাল ১১টায় ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে ৫.৭২ মিলিয়ন ভিজিটর দেখা গেছে এবং ১৪.১৩ মিলিয়ন ভিজিট হয়েছে। এদের মধ্যে ১১.৩৭ মিলিয়ন ভিজিট হয়েছে বিদেশ থেকে যা সর্বমোট ভিজিটের ৮০ শতাংশ। এই মেলায় অংশ গ্রহণের জন্য এরমধ্যেই ২২৫টি দেশ ও অঞ্চলের ২০০,০০০ জন বিদেশি ক্রেতা রেজিস্ট্রেশন করেছেন।

১৫ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলবে ক্যান্টনমেলা। দেশী ও বিদেশী ক্রেতা ও উৎপাদনকারদের এই মিলনমেলা বৈশ্বিক বাণিজ্যেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। (সূত্র: সিএমজি)