ন্যাভিগেশন মেনু

চলন্ত ট্রেনে সন্তান প্রসব: শিশু মিতালী ফিরল নিজ বাড়ীতে


গত ৪ এপ্রিল চলন্ত ট্রেনে প্রসূতি নারী মুক্তি পারভীন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সেই সময় দিনাজপুর রেল স্টেশনের কর্মরত স্টেশন সুপারসহ কর্মকর্তা-কর্মচারীরা এক অনন্য সেবার দৃষ্টান্ত রেখেছেন।

তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিনাজপুর সদর হাসপাতাল মা ও শিশুকে ভর্তি করেন। আর তাই ট্রেনের নামে নবজাতক কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মিতালী। এ ছাড়াও হাসপাতালের পক্ষ থেকে মা মুক্তি পারভীন ও নবজাতক মিতালীকে ফুলেল শুভেচ্ছাসহ ফল ও প্রয়োজনীয় ওষুধ, নতুন কাপড় উপহার দেওয়া হয়।

মুক্তি পারভীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ হাজীপাড়া গ্রামের মনসুর আলীর স্ত্রী। তারা ৭ এপ্রিল (বুধবার) দুপুর আড়াইটায় বাংলাদেশ রেলওয়ের ওয়ার্কিং ক্রেং ট্রেনে  নবজাতককে নিয়ে বাড়ির উদ্দেশ্যে পীরগঞ্জ ছেড়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন - বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, ডিইএন বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, ডিটিএস মো. আনিছুর রহমান, উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার, দিনাজপুর স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান, স্টেশন মাষ্টার ফারহানা ইয়াসমিন, নার্গিস প্রমূখ।

এ সময় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, আমরা সরকারি কাজে রুটিন দায়িত্ব পালন করতে এসেছি। গত ৪ এপ্রিল দ্রুতযান ট্রেনে একটি নবজাতক শিশু জন্ম হয়। তাই তার পরিবার বর্গের সঙ্গে কথা বলে ভারত-বাংলাদেশের মিতালী এক্সপ্রেস ট্রেনটির নামে শিশুটির নামকরণ করা হয়।

মুক্তি পারভীন বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ যে সহযোগীতা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। সবকিছু যে এত সুন্দরভাবে হয়েছে তার জন্য আমরা খুশি।

এ এস/এমআইআর/এডিবি/