ন্যাভিগেশন মেনু

চলে গেলেন ক্রিকেট তারকা তিন্নি


সবে দু’দিন হলো সংসারে নতুন অতিথি এসেছে। পুরো ঘর আনন্দে এই সময় মেতে উঠার কথা। কিন্তু যশোর শহরের ধর্মতলার সুরাইয়া জান্নাতি তিন্নির বাড়িতে সুখ হারিয়ে গেছে। এখন শুধু শোকের ছায়া।

এই বাড়ির ক্রিকেট খেলুড়ে মেয়েটি আর নেই। সুরাইয়া জান্নাতি তিন্নি মারা গেছেন হাসপাতালেই।গত ২৮ জুলাই ফুটফুটে মেয়ে সন্তানের মা হয়েছিলেন তিন্নি।

আর দুদিন পরেই মেয়েকে একা রেখেই চলে গেলেন অসীমের পানে! জন্মেই নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে পরিচয় হলো তিন্নির নবজাতকের। সব স্বপ্ন অপূর্ণ রেখেই সুরাইয়া জান্নাতি তিন্নির জীবনের ইনিংস আকস্মিকভাবে শেষ! সন্তান জন্মের দুদিন পরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপজনিত কারণে মারা গেছেন প্রতিভাবান এই নারী ক্রিকেটার।

তিন্নি ছিলেন যশোর জেলা দলের ক্রিকেটার। এছাড়া ঢাকার প্রথম বিভাগে কলাবাগান ক্রীড়া চক্র এবং প্রিমিয়ার ক্রিকেটে বাংলাদেশ আনসার ভিডিপি দলের হয়ে খেলতেন। পরে ক্রিকেট কোচিংয়ের সঙ্গে নিজেকে জড়িত করেছিলেন।

ক্লেমন ক্রিকেট একাডেমির প্রথম নারী কোচ ছিলেন তিন্নি। কোচিংয়ে বড় আসরে পদচারণার স্বপ্ন দেখছিলেন। যশোরের ক্রিকেটে কোচ তিন্নি ক্রমশ জনপ্রিয় একটি নাম হয়ে উঠেছিল।

শহরের মধুসূদন তারা প্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিন্নি। কিন্তু সব স্বপ্ন অর্ধেক পথেই থামিয়ে তিন্নি এখন অন্য আকাশের তারা! তার আকস্মিক মৃত্যুতে সতীর্থ ও নারী ক্রিকেটারদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার সমসাময়িক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি বলছিলেন- ‘খুব ভালো ক্রিকেট খেলতো মেয়েটি।

প্রিমিয়ারে আমি ওর খেলা দেখেছি। প্রতিভাবান একটা মেয়ে এভাবে হারিয়ে গেল, খুবই কষ্ট লাগছে।’

এস এস