NAVIGATION MENU

চলে গেলেন সাবেক ফুটবলার এসএম সালাহউদ্দিন


জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার এস এম সালাউদ্দিন আহম্মেদ মারা গেছেন। রবিবার (৩১ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর। মৃত্যুকালে রেখে গেছেন দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী। 

সোনালী অতীত ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ থানা যুবলীগের সভাপতিও ছিলেন তিনি। এস এম সালাউদ্দিনের শ্যালক মাসুদ রানা জানান, ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে সালাউদ্দিন মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

আজ বাদ যোহর নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের গোপচর তাজেক প্রধান স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তবে তিনি জানায়, সালাউদ্দিন কয়েক দিন ধরে জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ কারণে করোনা টেস্ট করেন। কিন্তু টেস্টের ফল আসার আগেই চলে গেলেন খ্যাত এই ফুটবলার।

সালাহউদ্দিন জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন। জাতীয় দলে খেলেন ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল অব্দি। আশির দশকে ঢাকার ফুটবলে বিজেএমসি, ওয়ান্ডারার্স, মোহামেডানসহ অন্যান্য ক্লাবে খেলেছেন তিনি।

ওআ/