ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে উদ্যোমী নারী মেলা


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে প্রথমবারের মতো শুরু হচ্ছে ৮ দিনব্যাপী ‘উদ্যমী নারী এসএমই মেলা’ ২০২০।

আগামি ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং অপ্সরা ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে শহরের কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি। উদ্বোধন অনুষ্ঠনে সভাপতিত্ব করবেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন সেলিম। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন মেলা আয়োজক কমিটির সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখবেন পিকেএসএফ এর চেয়ারম্যান ও দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ড.কাজী খলিকুজ্জামান আহমেদ।

এদিকে মেলায় চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোগতাদের তৈরি পোশাক, জামদানী শাড়ি, নকশী কাঁথা, প্রসাদন, হস্তশিল্প সামগ্রী, মৎস্য ও কৃষি শিল্প সহ বিভিন্ন প্রকার পণ্য সামগ্রীর বিপুল সহামার থাকবে। উদ্যমী নারীগণ এসব পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।

এছাড়াও মেলায় একদিন থাকবে সেমিনার। এই সেমিনারে দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সরকারের পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো.নুরুল আমিন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো.মাহাবুবুর রহমান, পিপিএম বার, চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ওয়াই এ / এস এস