ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে চাকরিজীবীদের জন্য ৩১ কোটি টাকা ঋণ


২০২০-২০২১ অর্থবছরে চাঁদপুরে জনতা ব্যাংকের ১৭টি শাখায় চাকরিজীবীদের জন্য ৩১ কোটি ৭৫ লাখ টাকা ঋণ বরাদ্দ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুর জনতা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের একজন সিনিয়র কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যে মতে, চাঁদপুর জেলার জনতা ব্যাংকের ১৭টি শাখায় ২০২০-২০২১ অর্থবছরে চাকরিজীবী খাতে চলতি বছরের ওই বরাদ্দ থেকে জুলাই থেকে সেপ্টেম্বর ২৫ তারিখ পর্যন্ত ১২৭ জন শিক্ষক-কর্মচারীকে ২ কোটি ৮২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

প্রতি গ্রাহককে ১২ শতাংশ সরল সুদে ৪৮ মাসের মধ্যে প্রতি মাসের কিস্তিতে ওই টাকা পরিশোধ করার বিধি রয়েছে। যে কোনো চাকরিজীবী গ্রাহক প্রতিমাসের বেতনের ১২ গুণ সম-পরিমাণ টাকা ঋণের জন্যে আবেদন করতে পারেন। একজন গ্রাহক সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত এ ঋণ গ্রহণ করতে পারবেন। 

এজি/এমআইআর/এডিবি